
চাঁদপুর শহরের প্রফেসরপাড়ার মোল্লাবাড়ি জামে মসজিদের খতিব মাওলানা আ.ন.ম. নুর রহমানের ওপর চাপাতি দিয়ে হামলা চালানোর ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্ত ব্যক্তি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
শনিবার (১২ জুলাই) দুপুরে ভুক্তভোগীর ছেলে আফনান তাকি বাদী হয়ে মো. বিল্লাল হোসেনকে একমাত্র আসামি করে সদর মডেল থানায় মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, খতিবের খুতবার বক্তব্যকে কেন্দ্র করে পূর্বপরিকল্পিতভাবে বিল্লাল চাপাতি দিয়ে আক্রমণ করেন।
পুলিশ জানায়, শুক্রবার জুমার নামাজের পর ঘটনাটি ঘটে। এ সময় খতিবের ডান কান ও ঘাড়ে গুরুতর আঘাত লেগে রক্তপাত হয় এবং তাকে ১৫টি সেলাই দিতে হয়। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে চাঁদপুর সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় মুসল্লিরা ঘটনার পরপরই অভিযুক্ত বিল্লাল হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। শনিবার সন্ধ্যায় চাঁদপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হলে তিনি দোষ স্বীকার করে স্বেচ্ছায় জবানবন্দি দেন। আদালত এরপর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
চাঁদপুর সদর থানার ওসি মো. বাহার মিয়া বলেন, “মামলায় ধারালো অস্ত্র দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। তদন্ত সঠিকভাবে পরিচালনা করা হচ্ছে।”
এদিকে, ঘটনার পর চাঁদপুর জেলা জামায়াতে ইসলামি ও সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ সুপারের কার্যালয়ে স্থানীয় রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দের সাথে বৈঠক করে পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানানো হয়েছে।
ভুক্তভোগীর পরিবার জানিয়েছে, খতিব বর্তমানে আগের তুলনায় ভালো আছেন এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন। তারা হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।