চাঁদপুর ভ্রমণ শেষে ফেরার পথে ট্র্যাজেডি: ট্রেন দুর্ঘটনায় যুবক গুরুতর আহত ।

চাঁদপুর ভ্রমণ শেষে ফেরার পথে ট্র্যাজেডি: ট্রেন দুর্ঘটনায় যুবক গুরুতর আহত ।
ট্রেন দুর্ঘটনায় আহত যুবক ।

আব্দুর রহমান সাদিপ, চাঁদপুর প্রতিনিধি | ১৭ মে ২০২৫, রবিবার
চাঁদপুর ভ্রমণ শেষে ফেরার পথে মেহের রেলওয়ে স্টেশনে ট্রেন দুর্ঘটনায় শাকিল নামের এক যুবক গুরুতর আহত হয়ে তার একটি পা হারিয়েছেন।

সূত্রে জানা গেছে, শাকিল ও তার কয়েকজন বন্ধু চাঁদপুরে ঘুরতে গিয়ে ফেরার সময় ট্রেনের টিকিট না কেটেই যাত্রা শুরু করেন। পথে ট্রেনের এক কর্মকর্তার সঙ্গে ভাড়া নিয়ে বাকবিতণ্ডা হয়। পরে তারা মেহের স্টেশনে নেমে ভাড়া পরিশোধের আশ্বাস দেন।

কিন্তু ট্রেনটি যখন মেহের স্টেশনে থামে, তখন নামার সময় অসতর্কভাবে ট্রেনের ধাক্কায় শাকিল নিচে পড়ে যান এবং তার একটি পা কাটা পড়ে বিচ্ছিন্ন হয়ে যায়। দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

ঘটনার পর এলাকায় শোক ও উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা রেল কর্তৃপক্ষের অব্যবস্থাপনা এবং দায়িত্বহীনতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *