রাজধানীর উত্তরা থেকে ভুয়া চাকরির বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতারণা করে মোটা অঙ্কের টাকা আত্মসাৎকারী একটি চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
সিটিটিসির সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের অভিযানে গ্রেফতারকৃতরা হলেন: মো. তামিম (২১), ফয়সাল মোড়ল (২১), মো. রাসেল হোসেন (২২) এবং মো. মাহফুজুর রহমান (২৫)। অভিযানের সময় তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত চারটি মোবাইল ফোন ও সিমকার্ড উদ্ধার করা হয়।
তদন্ত সূত্রে জানা যায়, এ চক্রটি দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান এসিআই লজিস্টিকস লিমিটেডের ‘স্বপ্ন’ সুপারশপের নাম, লোগো ও শোরুমের ছবি ব্যবহার করে ভুয়া চাকরির বিজ্ঞাপন তৈরি করত। এরপর অনলাইন ও অফলাইনে এসব বিজ্ঞাপন ছড়িয়ে সাধারণ চাকরি প্রত্যাশীদের কাছ থেকে মোবাইল ব্যাংকিং (বিকাশ/নগদ) এর মাধ্যমে অর্থ হাতিয়ে নিত তারা।
এ প্রতারণা নজরে আসার পর স্বপ্ন কর্তৃপক্ষ তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি মামলা দায়ের করে। পরবর্তীতে মামলাটি তদন্তের জন্য সিটিটিসির সাইবার ইউনিটে হস্তান্তর করা হয়।
তথ্যপ্রযুক্তি ব্যবহার ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে প্রতারকদের অবস্থান চিহ্নিত করে ২৪ মে ২০২৫ তারিখ দুপুর ১টার দিকে উত্তরা ৬ নম্বর সেক্টরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক চক্র সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
ঢাকা মহানগর পুলিশ সাধারণ মানুষকে এই ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং কোনো চাকরির বিজ্ঞপ্তি যাচাই করার জন্য প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট, ফেসবুক পেজ অথবা লিঙ্কডইন প্রোফাইল দেখার পরামর্শ দিয়েছে।