
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, স্বাধীনতার এত বছর পরও দেশের প্রকৃত পরিবর্তন আসেনি, কারণ নেতৃত্ব বদলালেও চিন্তা-চেতনার জায়গায় কোনো আমূল পরিবর্তন ঘটেনি। জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটাতে হলে ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠা জরুরি।
২৭ জুলাই (রোববার) দুপুর ২টায় যশোরের বসুন্দিয়া মোড়ে অনুষ্ঠিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশটি আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশের বসুন্দিয়া ইউনিয়ন শাখা।
তিনি বলেন, দেশে হাজার হাজার মা আজ সন্তানহারা, বিপুল পরিমাণ টাকা পাচার হয়ে গেছে, বিদেশে সম্পদের পাহাড় গড়া হয়েছে। এমনকি পেছনে ফেলে আসা জুলাই মাসে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় শিক্ষার্থী, আলেম ও সাধারণ মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। কিন্তু বাংলাদেশের তরুণরা সাহসিকতার সঙ্গে রুখে দাঁড়িয়েছে এবং অন্যায় শাসকগোষ্ঠীকে পিছু হটতে বাধ্য করেছে। এখন সময় এসেছে নতুন করে দেশ গড়ার।
পীর সাহেব আরও বলেন, আমরা অতীতে জনগণের পাশে থেকে নিরাপত্তা নিশ্চিত করেছি, এমনকি সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসনালয়েও পাহারার ব্যবস্থা করেছি। অপরদিকে একটি গোষ্ঠী চাঁদাবাজি, সন্ত্রাস, দখলবাজির মাধ্যমে রাষ্ট্রীয় অস্থিরতা সৃষ্টি করে চলেছে। এমন অপরাধীদের আর যেন ক্ষমতায় দেখা না যায়, সে ব্যাপারে জনগণকে সচেতন থাকতে হবে।
তিনি জনগণের উদ্দেশে আহ্বান জানান, বিদেশী শক্তির ইশারায় যারা দেশ চালাতে চায়, তাদেরকে প্রত্যাখ্যান করে, ইসলামী আন্দোলনের প্রতীকে ‘হাতপাখায়’ ভোট দিয়ে দেশের নিয়তি নিজেদের হাতে তুলে নিতে হবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: নায়েবে আমির হাফেজ মাওলানা আব্দুল আওয়াল, শিল্পবাণিজ্য বিষয়ক সম্পাদক মাওলানা শোয়াইব হোসেন, আইনজীবী পরিষদের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট বায়েজীদ হোসাইন, জেলা সভাপতি আলহাজ মিয়া মোঃ আব্দুল হালিম এবং সেক্রেটারি মোহাম্মদ আলী সরদার।
সমাবেশের শেষ দিকে যশোর জেলার তিনটি আসনে দলের সংসদ সদস্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়:
- যশোর-০৩: মাওলানা শোয়াইব হোসেন
- যশোর-০৪: অ্যাডভোকেট বায়েজীদ হোসাইন
- যশোর-০৫: মাস্টার মো. জয়নাল আবেদীন (টিপু)।