চাঁদাবাজি মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবু কারাগারে

চাঁদাবাজি মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবু কারাগারে

বনানী থানায় দায়ের হওয়া চাঁদাবাজির মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবুকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতে শুনানি শেষে এ আদেশ দেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।

সকালেই মোজাম্মেল বাবুকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ও বনানী থানার উপপরিদর্শক রাজিউল আমিন তাঁর গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। সকাল ১১টা ৪০ মিনিটের দিকে তাঁকে হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে আদালতে আনা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন শুনানিতে জানান, সেনা সমর্থিত সরকারের সময় আসামি বাবুর নেতৃত্বে বৈশাখী টিভির কার্যালয়ে ১০ কোটি টাকা চাঁদা দাবি করা হয় এবং নগদ সাড়ে চার লাখ টাকা নেওয়া হয়। এ ঘটনায় গ্রেপ্তার দেখানোর পাশাপাশি রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়। আদালত গ্রেপ্তার দেখানোর পর কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ১৭ সেপ্টেম্বর ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত থেকে মোজাম্মেল বাবুকে গ্রেপ্তার করা হয়। চলতি বছরের ১১ জানুয়ারি বৈশাখী মিডিয়া লিমিটেডের চৌধুরী মো. হুমায়ুন কবির বনানী থানায় এই মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, ২০০৭ সালের ১৭ মার্চ বৈশাখী টিভির অফিসে গিয়ে ১০ কোটি টাকা চাঁদা দাবি, শেয়ার হোল্ডার হতে চাপ প্রয়োগ এবং সাড়ে চার লাখ টাকা আত্মসাতের ঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *