চাঁদা বাড়লেও সুশাসন নেই, পুলিশে পরিবর্তন হয়নি: মির্জা ফখরুল

চাঁদা বাড়লেও সুশাসন নেই, পুলিশে পরিবর্তন হয়নি: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ব্যবসায়ীদের ওপর চাঁদার চাপ দিন দিন বাড়ছে। আগে যাকে তিন লাখ টাকা দিতে হতো, এখন তাকে পাঁচ লাখ টাকা দিতে হচ্ছে। কোথাও সুশাসন নেই, প্রশাসনের মধ্যে কোনো নিয়ন্ত্রণ নেই এবং পুলিশ বাহিনীতেও কোনো ইতিবাচক পরিবর্তন আসেনি বলে মন্তব্য করেন তিনি।

শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত একটি আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রখ্যাত অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমানের লেখা বই ‘অর্থনীতি শাসন ও ক্ষমতা: যাপিত জীবনের আলেখ্য’ প্রকাশ উপলক্ষে এই সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন লেখক নিজে এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

মির্জা ফখরুল বলেন, “রাতারাতি পরিবর্তন সম্ভব নয়। এজন্য সময় ও পরিকল্পনা প্রয়োজন। তবে গণতন্ত্র চর্চা ছাড়া তা কখনোই সম্ভব নয়। সবার অংশগ্রহণ নিশ্চিত করে দ্রুত নির্বাচন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার গঠন করতে হবে।”

এ সময় তিনি আরও বলেন, “বিশ্বব্যাপী বাণিজ্যিক শুল্ক, বিশেষ করে ট্রাম্প প্রশাসনের নীতিমালা আমাদের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। রাজনৈতিক দলগুলোকে জনস্বার্থে এগিয়ে আসতে হবে এবং সব সময় দেশ ও মানুষের পাশে থাকতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *