
গুরুতর অসুস্থ হেফাজতে ইসলাম নেতা মাওলানা এনামুল হাসান ফারুকী’র পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার দুপুরে রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল মাওলানা ফারুকীর সাথে দেখা করে তারেক রহমানের পক্ষ থেকে নগদ অর্থ তুলে দেয়।
বারিধারার জামিয়া মাদানিয়া মাদ্রাসায় এই সাক্ষাতের সময় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী মাওলানা ফারুকীর হাতে আর্থিক সহায়তা তুলে দেন। এসময় তিনি বলেন, জিয়া পরিবার ও দেশের আলেম-ওলামাদের সঙ্গে ঐতিহাসিক ও আন্তরিক সম্পর্ক রয়েছে।
‘আমরা বিএনপি পরিবার’ নামের একটি সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান, যার পক্ষ থেকে সংগঠনটির আহ্বায়ক আতিকুর রহমান রুমন মাওলানা ফারুকীর প্রতি আন্তরিক সহমর্মিতার বার্তা পৌঁছে দেন। রুমন সাংবাদিকদের বলেন, তারেক রহমানের নির্দেশে তারা এই মানবিক সহায়তা নিয়ে মাওলানা ফারুকীর পাশে এসেছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, মাওলানা এনামুল হাসান ফারুকী হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী’র ব্যক্তিগত সহকারী ছিলেন। ২০২১ সালের মোদিবিরোধী আন্দোলনের সময় ১৬টি মিথ্যা মামলায় তাকে আটক করা হয়। কারাভোগের সময় নির্যাতনের শিকার হওয়ার কারণে তার শরীরে মরণব্যাধি ক্যান্সার বাসা বেঁধেছে বলে অভিযোগ করা হয়েছে।
মাওলানা ফারুকী ইতোপূর্বে বাংলাদেশের পাশাপাশি ভারতের চেন্নাইয়ের সিএমসি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। চিকিৎসার অংশ হিসেবে তাকে সেপ্টেম্বর মাসের শেষ দিকে চীনের গুয়াংজু হাসপাতালে অপারেশনের জন্য নিয়ে যাওয়া হবে।