চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচনের তপশিল বৃহস্পতিবার ঘোষণা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচনের তপশিল বৃহস্পতিবার ঘোষণা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের তপশিল আগামী বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঘোষণা করা হবে। বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটরিয়ামে বিকেল ৩টায় তপশিল প্রকাশ করা হবে।

চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন মঙ্গলবার (২৬ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রশাসনের সঙ্গে বৈঠকের পর তপশিল ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া নির্বাচনের সার্বিক কার্যক্রম মোটামুটি শেষ পর্যায়ে পৌঁছেছে।

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর ১৯৭০ সালে প্রথম চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। এর পর থেকে এখন পর্যন্ত মোট ছয়বার নির্বাচন হয়েছে। সর্বশেষ নির্বাচন হয়েছিল ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি। পরবর্তী সময়ে ছাত্র সংগঠনগুলোর সংঘর্ষ এবং উপযুক্ত পরিবেশের অভাবে চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *