আব্দুর রহমান সাদিপ:

বিগত ৯৭ বছরের ধারাবাহিকতায় এবারও চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সাদরা দরবার শরীফে আগাম ঈদুল আজহা উদযাপিত হয়েছে। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে আজ শুক্রবার দরবার শরীফ ও আশপাশের প্রায় অর্ধশত গ্রামে ঈদ পালিত হয়।
সকালে ঈদের জামাত ঘিরে ছিল ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল। সকাল সাড়ে ৭টায় সাদরা দরবার শরীফ মাঠে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। ইমামতি করেন পীরজাদা মাওলানা মুফতি জাকারিয়া চৌধুরী। এরপর সকাল ৮টায় সাদরা হামিদিয়া ফাজিল মাদরাসা মাঠে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়, যার ইমামতি করেন পীরজাদা মাওলানা মুফতি আরিফ চৌধুরী।
নামাজ শেষে মোনাজাতে ইমামগণ মুসলিম উম্মাহর শান্তি, দেশের সমৃদ্ধি এবং নির্যাতিত মুসলিমদের মুক্তির জন্য দোয়া করেন। পরে মুসল্লিরা কোলাকুলি ও কুশল বিনিময়ের মধ্য দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন। এরপর দরবার শরীফ এলাকা ও আশপাশে কোরবানির পশু জবাই করেন স্থানীয়রা।
গোপালগঞ্জ থেকে আগত মুসল্লি সাইফ বলেন, “এই প্রথম এখানে এসে ঈদের নামাজ আদায় করলাম। পরিবেশটা খুবই মনোমুগ্ধকর। সামনেও আসার চেষ্টা করব, ইনশাআল্লাহ।”
ঐতিহ্য, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সৌহার্দ্যের এক অনন্য মিলনমেলা হয়ে উঠেছে সাদরা দরবার শরীফের আগাম ঈদ আয়োজন।