
চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ রেজাউল করীম বলেছেন, “৫ আগস্টের পরে দেশের জন্য একটি পরিবর্তনের পরিবেশ তৈরি হয়েছে। এই সুযোগ কাজে না লাগাতে পারলে পুরনো দুর্নীতির চক্রই ফিরে আসবে।” তিনি বলেন, “আমরা যেন আর চাঁদাবাজ, খুনি, আয়নাঘর, ও টাকা পাচারকারীদের সহযোগী না হই। বাংলার জমিনকে চাঁদাবাজমুক্ত ঘোষণা করতে হবে এবং তা বাস্তবায়ন করতে হবে।”
শনিবার বিকেলে খুলনার শিববাড়ি মোড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা শাখার আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “আমার মনে হচ্ছে, ৫ আগস্ট ফ্যাসিস্ট ও খুনিচক্র বুঝতেই পারেনি, তাদের দেশ ছাড়তে হতে পারে। এখন সময় এসেছে জনগণের ঐক্য দিয়ে এসব অপশক্তিকে বঙ্গোপসাগরে ছুড়ে ফেলার।”
পুরান ঢাকায় ব্যবসায়ী সোহাগ হত্যার প্রসঙ্গে তিনি বলেন, “এভাবে পাথর দিয়ে মানুষ হত্যার দৃশ্য আর বাংলার মানুষ দেখতে চায় না। মাঠ ফাঁকা থাকলে আগাছা জন্মায়, তাই সবাইকে সচেতন হতে হবে।”
চরমোনাই পীর বলেন, স্বাধীনতা অর্জনের ৫৩ বছর পরও জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। “ন্যায়ের পক্ষে আওয়াজ তুলতে গিয়ে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন, অনেকে হয়েছেন পঙ্গু। অথচ যারা দেশ পরিচালনা করেছেন, তারা কিছুই বাস্তবায়ন করতে পারেননি,” — বলেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন:
- ইসলামী আন্দোলনের নায়েবে আমীর হাফেজ মাওলানা অধ্যক্ষ আব্দুল আউয়াল
- জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
- ইসলামী আন্দোলনের মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুছ আহমাদ
- কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মুফতী মোস্তফা কামাল
- কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাওলানা শুয়াইব হোসেন
- খুলনা জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান
সভাপতিত্ব করেন:
ইসলামী আন্দোলন খুলনা মহানগরের সভাপতি মুফতি আমানুল্লাহ।
পরিচালনায় ছিলেন:
নগর সহ-সভাপতি শেখ মো. নাসির উদ্দিন, জেলা সেক্রেটারি হাফেজ আসাদুল্লাহ আল গালিব ও মহানগর সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন।