
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ২টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের আনালিয়াবাড়ী এলাকায় দুই বাসের সংঘর্ষের ঘটনা ঘটে।
যমুনা সেতু পূর্ব থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) তাহেরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সংঘর্ষের ফলে মহাসড়কের ঢাকা ও উত্তরবঙ্গগামী লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টা পর পুলিশ ও স্থানীয়দের সহায়তায় দুর্ঘটনাকবলিত বাসগুলো সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
এসআই তাহেরুল ইসলাম জানান, ঢাকা ও উত্তরবঙ্গগামী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ২০-২৫ জন আহত হন। তাদের দ্রুত উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তিনি আরও জানান, দুর্ঘটনার কারণে সড়কে যানজট তৈরি হলেও বাস সরিয়ে নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।