
চট্টগ্রামের মীরসরাই উপজেলার বিএসআরএম স্টিল মিলস লিমিটেডে ৩ আগস্ট ২০২৫ রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে সংঘটিত এক ভয়াবহ ডাকাতির চেষ্টাকে সাহসিকতার সঙ্গে প্রতিহত করেছেন নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় ২০-৩০ জনের একটি সশস্ত্র ডাকাতদল দেশীয় অস্ত্র নিয়ে মিল এলাকায় প্রবেশ করে। তবে ঘটনাস্থলে উপস্থিত আনসার সদস্যরা দ্রুত সজাগ হয়ে প্রতিরোধ গড়ে তোলেন। একপর্যায়ে ডাকাতরা আনসারদের ওপর আক্রমণ চালায়। এতে একজন আনসার সদস্য গুরুতর আহত হন। আরেকজন আনসার সদস্যকে মাথায় আঘাত করার চেষ্টা করা হলেও হেলমেট থাকার কারণে তিনি বেঁচে যান।
তবে আনসার সদস্যদের সাহস ও দলগত প্রতিরোধের মুখে ডাকাতরা পিছু হটতে বাধ্য হয়। পালিয়ে যাওয়ার সময় ঘটনাস্থলে তারা একটি দেশীয় অস্ত্র ফেলে যায়, যা আনসার সদস্যদের দ্বারা জব্দ করা হয়।

উল্লেখযোগ্য যে, একই স্থানে গত ১ আগস্টও ৩০-৪০ জনের আরেকটি ডাকাতদল হামলার চেষ্টা চালিয়েছিল। সেই সময়ও আনসার সদস্যরা দ্রুত ও সাহসিকতার সঙ্গে পরিস্থিতি সামাল দেন।