বিএসএফের গুলিতে ফেনীর দুই যুবক নিহত

বিএসএফের গুলিতে ফেনীর দুই যুবক নিহত

ফেনীর পরশুরাম পৌরসভার বাঁশপদুয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে দুই বাংলাদেশি নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন মো. মিল্লাত (২১) ও মো. লিটন (৩২)। আহত মো. আফসারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায়। স্থানীয় সূত্রে জানা যায়, নিহতরা মাছ ধরতে সীমান্তের কাছাকাছি গেলে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি চালায়। আহতদের প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ফেনী জেনারেল হাসপাতালে নেয়া হয়। পথেই মিল্লাত মারা যান।

বিজিবি জানায়, ঘটনাস্থল ছিল ২১৬৪/৩এস পিলারের নিকটে। বিএসএফের দাবি, চোরাকারবারিরা মাল পাচারের চেষ্টা করছিল, সতর্ক করার পর তারা আক্রমণ করলে গুলি ছোড়া হয়। বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে এবং প্রতিবাদলিপি পাঠানো হবে।

বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্তে এ ধরনের গুলি বিনিময় কোন অবস্থাতেই গ্রহণযোগ্য নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *