ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, “এই দেশকে খুবলে-খুবলে খেয়েছে শেখ হাসিনার মতো শকুনরা। আমাদের জুলাই-আগস্টের গণআন্দোলনের মাধ্যমে তাদের পরাজিত করে দেশের পতন রোধ করেছি।” তিনি বলেন, সরকার দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের লোকনাথ দীঘিরপাড়ে জেলা বিএনপির আয়োজনে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।

রিজভী আরও বলেন, আমরা যে দেশ গড়ব, সেটা হবে শান্তি, স্বস্তি ও ভদ্র সমাজের। এখানে প্রত্যেকে মুক্তভাবে কথা বলতে পারবে, নিজের মত প্রকাশ করতে পারবে এবং দেশের উন্নয়নে অবদান রাখবে। এই প্রত্যয় ও অঙ্গীকার নিয়ে বিএনপি নতুন করে দেশ গড়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাবে।

অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুবের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভুইঁয়া। অন্যান্য উপস্থিতির মধ্যে ছিলেন জেলা সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, জ্যেষ্ঠ সহসভাপতি জহিরুল হক, টিম লিডার ও জেলা সদস্য হাফিজুর রহমান মোল্লা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *