
দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে “ঐক্যই এখন সবচেয়ে জরুরি”— এমন মন্তব্য করেছেন মাহফুজ আলম। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান।
তিনি লিখেছেন, “এখনো ঐক্যই দরকার। হঠকারীদের স্পেইস দিলে বরং দেশের ক্ষতি হবে।”
মাহফুজ আলম বলেন, বিরোধিতা এবং প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, তবে তা যেন কোনোভাবেই বিদ্বেষ ও শত্রুতায় পরিণত না হয়।
তিনি আরও উল্লেখ করেন, “বড় শয়তান এখনো আমাদের কাঁধে শ্বাস ফেলছে।” যা ইঙ্গিত করে দেশের বৃহত্তর ঝুঁকি বা বৈশ্বিক চাপের দিকে।
তার মতে, দেশের প্রতিটি পক্ষের জন্য এখন একটি “রেকনিং” অর্থাৎ আত্মসমালোচনার প্রয়োজন রয়েছে।
এই পোস্টটি সামাজিক মাধ্যমে বেশ সাড়া ফেলেছে এবং অনেকে তা সমর্থন করে মতামত প্রকাশ করেছেন।