
ঢাকার বংশালে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগে দায়ের করা মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মো. রাশেদুজ্জামান (৪২), আলমগীর হোসেন (৬৫) এবং আব্দুল জলিল (৬৯)।
সোমবার রাতে সূত্রাপুর ও কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, ভুক্তভোগী নারীর সঙ্গে এক বছর আগে রাশেদুজ্জামানের পরিচয় হয়। পরে বাসায় কাজের প্রস্তাব দিয়ে তাকে নিয়োগ দেন। কাজের একপর্যায়ে রাশেদ তাকে ধর্ষণ করে এবং ভিডিও ধারণ করে। পরবর্তীতে ব্ল্যাকমেইল করে তাকে একাধিকবার শারীরিক সম্পর্কে বাধ্য করেন এবং অন্যদের সাথেও তা ঘটতে বাধ্য করেন। ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে ২০ হাজার টাকা দাবি করেন রাশেদুজ্জামান। টাকা না পেয়ে ওই ভিডিও বিদেশে থাকা আত্মীয়ের কাছে পাঠিয়ে দেন।
পুলিশ প্রযুক্তির সহায়তায় রাত ১:৪৫ টায় রায়সাহেব বাজার এলাকা থেকে রাশেদুজ্জামান ও আলমগীর হোসেনকে এবং ২:১০ টায় পপুলার হাসপাতালের সামনে থেকে আব্দুল জলিলকে গ্রেফতার করে।
তিন আসামিই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার তদন্ত ও পলাতক আসামিদের ধরতে অভিযান চলছে।