রাজধানীর বংশালে একটি ব্যবসা প্রতিষ্ঠানের ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুইজনকে রাজশাহী থেকে গ্রেপ্তার করেছে বংশাল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন জানে আলম নাঈম (২৪) ও মেহতাশামুল হক কিশোর (১৮)।
পুলিশ জানায়, পুরান ঢাকার সিদ্দিকবাজার এলাকায় ‘বন্ধু এন্টারপ্রাইজ’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন মো. ইকরাম হোসেন। দোকানের কর্মচারী হিসেবে দীর্ঘ তিন বছর ধরে কাজ করছিলেন জানে আলম নাঈম। গত ১৫ মে এক ব্যবসায়ী ইকরাম হোসেনকে একটি চেকে ১০ লাখ টাকা দেন। ইকরাম চেকটি ব্যাংক থেকে তুলতে নাঈমকে পাঠান। কিন্তু টাকা উত্তোলনের পর নাঈম পালিয়ে যান।
পরবর্তীতে ইকরাম হোসেন বংশাল থানায় প্রতারণার অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় জানতে পারে অভিযুক্তরা রাজশাহীতে অবস্থান করছেন। এরপর ২ জুন সকালে রাজশাহীর বোয়ালিয়া থানার আলুপট্রি এলাকার একটি বাসা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে আত্মসাৎকৃত নগদ ৩ লাখ ৬৮ হাজার টাকা এবং প্রতারণায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে।
পুলিশ আরও জানায়, নাঈমের বিরুদ্ধে লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানায় আরও একটি মামলা রয়েছে। তাকে আদালতে হাজির করলে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।