খাগড়াছড়িতে বঙ্গবন্ধুর পোস্টার লাগাতে গিয়ে গণপিটুনি, আহত ৪ ছাত্রলীগ কর্মী

খাগড়াছড়িতে বঙ্গবন্ধুর পোস্টার লাগাতে গিয়ে গণপিটুনি, আহত ৪ ছাত্রলীগ কর্মী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পোস্টার লাগানোর সময় খাগড়াছড়ি শহরের সিঙ্গিনালা এলাকায় সংঘর্ষ ও গণপিটুনির ঘটনায় ছাত্রলীগের চার নেতাকর্মী আহত হয়েছেন। গুরুতর আহতদের মধ্যে হৃদয় ত্রিপুরাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত সোয়া ১২টার দিকে প্রায় ২০-৩০ জন ছাত্রলীগ কর্মী পোস্টার লাগানোর সময় স্থানীয়দের সঙ্গে কথাকাটাকাটি শুরু হয়। পরে ছাত্রলীগের কয়েকজন কর্মী স্থানীয়দের ওপর হামলা চালালে গ্রামবাসীরা পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। এতে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও মারধরের ঘটনা ঘটে, যার ফলে চারজন ছাত্রলীগ কর্মী আহত হন।

খবর পেয়ে খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খাদেমুল ইসলামের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিপল বাপ্পি চাকমা জানান, আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর তিনজনকে ছেড়ে দেওয়া হলেও গুরুতর আহত হৃদয় ত্রিপুরাকে চট্টগ্রামে পাঠানো হয়েছে।

খাগড়াছড়ি সদর থানা পুলিশের ওসি আব্দুল বাতেন মৃধা বলেন, পোস্টার লাগানোকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয়েছে। ঘটনার বিস্তারিত যাচাই চলছে এবং যদি প্রমাণিত হয় যে আহতরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী, তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *