দেশের পাঁচ জেলায় বজ্রপাতে নারী-শিশুসহ ১০ জনের মৃত্যু

দেশের পাঁচ জেলায় বজ্রপাতে নারী-শিশুসহ ১০ জনের মৃত্যু

দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে নারী, শিশুসহ ১০ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুলাই) চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁয় তিনজন করে, নাটোরে দু’জন এবং দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে একজন করে মারা গেছেন। আহত হয়েছেন আরও অন্তত তিনজন।

চাঁপাইনবাবগঞ্জ:
শিবগঞ্জ উপজেলার দক্ষিণ পাকার কবিতা খাতুন (১১), পৌরসভার আলীডাঙ্গার ববি বোকত এবং ভোলাহাট উপজেলার আমেনা খাতুন (১০) বজ্রপাতে নিহত হন। শিশুটি গোসলের সময়, ববি বাড়ির সামনের আমবাগানে দাঁড়িয়ে, আর আমেনা বাগানে আম কুড়াতে গিয়ে প্রাণ হারান।

নওগাঁ:
পত্নীতলার কৃষক খাদেমুল ইসলাম ও গৃহবধূ মনিকা বেগম এবং মান্দার কৃষক শামসুল আলম বজ্রপাতে মারা যান। ধান আনতে গিয়ে ও আম কুড়াতে গিয়ে বজ্রপাতের শিকার হন তারা।

নাটোর:
গুরুদাসপুর পৌর শহরের আবেরা বেগম ও নলডাঙ্গায় মাছ ধরতে গিয়ে কামরুল হোসেন বজ্রপাতে মারা যান। কামরুলের সঙ্গে থাকা মজনু আহত হন।

দিনাজপুর ও ঠাকুরগাঁও:
দিনাজপুরের নবাবগঞ্জে কলেজছাত্র জুয়েল ও ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গৃহবধূ লিপি আক্তার বজ্রপাতে প্রাণ হারান।

প্রাকৃতিক দুর্যোগে এই প্রাণহানির ঘটনায় স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা শোক প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *