অর্থপাচার রোধে বহুজাতিক কোম্পানির ওপর নজরদারি বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক

অর্থপাচার রোধে বহুজাতিক কোম্পানির ওপর নজরদারি বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক

বহুজাতিক কোম্পানির মাধ্যমে অর্থপাচার ঠেকাতে নজরদারি আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে দেশের আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংকগুলোর কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা পরিদর্শন বিভাগের কর্মকর্তাদের জন্য ‘ট্রান্সফার প্রাইসিংয়ের মাধ্যমে অর্থপাচার প্রতিরোধ’ শীর্ষক এক কর্মশালায় কর্মকর্তাদের কঠোর নজরদারি রাখার পরামর্শ দেন ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ।

কর্মশালার প্রধান অতিথি ড. কবির আহাম্মদ বলেন, বিশ্বায়নের যুগে বহুজাতিক কোম্পানিগুলো প্রায়ই ‘ট্রান্সফার প্রাইসিং’-এর অপব্যবহার করে বিভিন্ন কৌশলে অবৈধভাবে অর্থ দেশের বাইরে পাচার করে। এর ফলে দেশের রাজস্ব কমে যায় এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ সৃষ্টি হয়। তিনি এসব বিষয়ে কঠোর নজরদারি রাখার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, এই ধরনের প্রশিক্ষণ মানবসম্পদ তৈরিতে বিনিয়োগ। পরিবর্তিত পরিস্থিতিতে আর্থিক খাতের সুরক্ষায় অভিনব জালিয়াতিগুলো উদঘাটনের জন্য কর্মকর্তাদের প্রশিক্ষিত করা জরুরি। এ সময় তিনি ফরেনসিক ইন্সপেকশন কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলাম বলেন, বর্তমান ব্যাংকিং খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় এ ধরনের প্রশিক্ষণ অপরিহার্য। এটি কর্মকর্তাদের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে সাহায্য করবে।

কর্মশালায় সভাপতিত্ব করেন বৈদেশিক মুদ্রা পরিদর্শন বিভাগের পরিচালক মাহবুবুল আলম। তিনি ট্রেডভিত্তিক মানিলন্ডারিং ও হুন্ডি প্রতিরোধের মাধ্যমে বৈদেশিক মুদ্রার সংকট নিরসনে এই বিভাগের ভূমিকার কথা তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *