
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের মানুষ জাতীয়তাবাদী দল ‘ধানের শীষ’ এর প্রতি আস্থা রেখে তাদের সমর্থন করছে। বুধবার নগরীর নিউ মার্কেট মোড়ে জুলাই গণঅভ্যুত্থানের প্রথমবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিজয় র্যালি পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু আরও বলেন, বিএনপিতে শৃঙ্খলা ভঙ্গকারীদের কোনো স্থান নেই এবং দলের অভ্যন্তরে অশৃঙ্খলা প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ‘৫-৬ হাজার নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে এবং দখলদার, চাঁদাবাজদের কোনো স্থান বিএনপিতে নেই।’
তিনি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং নতুন বাংলাদেশ গড়ার জন্য দলের সংগ্রামের কথা তুলে ধরে বলেন, ‘গত ১৬ বছর ধরে দেশের মালিকানা ফিরিয়ে আনতে ত্যাগ, গুম, জেল, খুন সহ নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছি। আমরা এখন নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি।’
আমীর খসরু আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলেন, ‘আওয়ামী লীগ গণতন্ত্র বিশ্বাস করে না, তারা জনগণকে বাইরে রেখে নিজের মতো দেশ চালাতে চায়।’
বিজয় র্যালিতে কেন্দ্রীয় ও মহানগর বিএনপির উচ্চপর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।