
বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক জানিয়েছেন, দল ক্ষমতায় এলে জনপ্রিয় শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি’ পুনরায় শুরু করা হবে। এতে দেশের তরুণ খেলোয়াড়রা নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাবে।
শুক্রবার মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের ২০২৫ সালের প্রথম সেমিফাইনাল উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
আমিনুল হক বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই প্রতিযোগিতার সূচনা করেছিলেন। ক্ষমতায় এলে গ্রামীণ পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড়দের চিহ্নিত করে রাষ্ট্রীয় সহায়তা প্রদান করা হবে, যাতে তারা আন্তর্জাতিক পর্যায়ে খেলা চালিয়ে যেতে পারে।
তিনি আরও জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক করার পরিকল্পনা নিয়েছেন। খেলাধুলাকে পেশাদার পর্যায়ে উন্নীত করে স্থায়ী ক্যারিয়ার গড়ে তোলা হবে। পরিকল্পনা অনুযায়ী মৌলিক ক্রীড়া শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থা চালু হবে, যাতে ফুটবল, ক্রিকেট, ভলিবল, হ্যান্ডবল, বাস্কেটবল এবং সাঁতারে জাতীয় মানের খেলোয়াড় তৈরি করা সম্ভব হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীর হোসেনসহ দলীয় অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।