নির্বাচন নিয়ে আলোচনা: বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

নির্বাচন নিয়ে আলোচনা: বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ রোববার (৩১ আগস্ট) তিনটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন। দলগুলো হলো বিএনপি, জামায়াত এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই বৈঠকগুলো অনুষ্ঠিত হবে।

শনিবার (৩০ আগস্ট) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দুপুর ৩টায় বিএনপির সাথে, বিকেল সাড়ে ৪টায় জামায়াত এবং সন্ধ্যা ৬টায় এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করবেন।

সরকারের অঙ্গীকার: ২০২৬ সালের প্রথমার্ধেই নির্বাচন

এক বিবৃতিতে প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে, আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে। এই নির্বাচন যথাসময়ে অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তী সরকার দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। বিবৃতিতে বলা হয়, “নির্বাচন বিলম্বিত বা বানচাল করার জন্য সকল ষড়যন্ত্র, বাধা অথবা প্রচেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার এবং আমাদের গণতন্ত্রপ্রেমী জনগণ দৃঢ়ভাবে প্রতিহত করবে।”

শনিবার যমুনায় অনুষ্ঠিত এক সভায় এই বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়। সে সময় কয়েকজন উপদেষ্টার পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্রবিষয়ক বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *