আপনাদের বিএনপির সাংবাদিক হওয়ারও দরকার নাই : আমীর খসরু

আপনাদের বিএনপির সাংবাদিক হওয়ারও দরকার নাই : আমীর খসরু

আজ চট্টগ্রামের জামাল খান এলাকায় চট্টগ্রাম প্রেসক্লাবের আয়োজনে এক সাংবাদিক ছাত্র–জনতার সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, “আপনাদের বিএনপির সাংবাদিক হওয়ারও দরকার নেই। আপনারা দেশের জনগণের হয়ে সাংবাদিকতা করুন, মানুষের কথা বলুন। এটাই হবে নতুন বাংলাদেশের অঙ্গীকার।”

তিনি আরও বলেন, “যারা প্রেসক্লাবের সামনে দাঁড়িয়ে কোনো ব্যক্তি বা দলের পক্ষে অবস্থান নিচ্ছে, তারা আসলে সাংবাদিক না, বরং দলীয় কর্মীর মতো আচরণ করছে। এই পার্থক্য বুঝতে হবে।”

আমীর খসরু বলেন, সাংবাদিকতার মানদণ্ড ও নিরপেক্ষতা রক্ষা করতে হবে। সাংবাদিকদের পেশাগত মর্যাদা অক্ষুণ্ন রেখে, জাতির অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক অধিকার তুলে ধরার মধ্য দিয়েই সফল সাংবাদিকতা সম্ভব। তিনি জানান, বিএনপির ৩১ দফার মধ্যেও স্পষ্টভাবে বলা হয়েছে, সাংবাদিকতার কেমন রূপ আমরা চাই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্যসচিব জাহিদুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম এবং দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *