চট্টগ্রামে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের সংকট সমাধানে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণের পরিবর্তে দেশের অভ্যন্তরেই আলোচনা ও সমাধান খুঁজে পাওয়া উচিত।
শুক্রবার (৩০ মে) বিকেলে নগরীর মুরাদপুর এলজিইডি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপি এই আলোচনা সভার আয়োজন করে।
তিনি বলেন, “বর্তমান রাজনৈতিক অচলাবস্থার নিরসনে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের প্রয়োজন রয়েছে। জনগণের ভোটে নির্বাচিত সরকার ছাড়া স্থায়ী কোনো অগ্রগতি সম্ভব নয়। দেশের মানুষ এখন গণতন্ত্র প্রত্যাশা করছে—এই চাওয়া কোনো দলের একক স্বার্থ নয়, এটি জাতীয় প্রেক্ষাপট।”
তিনি আরও বলেন, “সব সমস্যার মূল সমাধান দেশের জনগণের হাতেই। সংস্কার, ন্যায়বিচার কিংবা যেকোনো পরিবর্তনের জন্য জনগণই একমাত্র পথ।”
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “জাতীয় নেতৃত্বের দিকনির্দেশনায় দেশকে এগিয়ে নিতে হলে দ্বিধা-দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গতি হারালে আন্দোলন ব্যর্থ হবে। নিজেদের ছোটখাটো মতপার্থক্য পেছনে ফেলে সামনে বড় চিত্র দেখতে হবে।”
আলোচনা সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব নাজিমুর রহমান। প্রধান আলোচক ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এস এম আবদুল আউয়াল। বিশেষ অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবর রহমান শামীম। এছাড়াও দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।