
আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর, ২০২৫) বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জনবান্ধব কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণ বিএনপি সপ্তাহব্যাপী খাল, পুকুর, রাস্তা ও ঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন এবং বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে।


এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং সঞ্চালনা করেন সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব, জাসাসের সাধারণ সম্পাদক জাকির হোসেন রোকনসহ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।