২ জুন বিএনপিকে আলোচনার টেবিলে বসার আমন্ত্রণ জানাল ড. ইউনূস

আগামী ২ জুন বিএনপিকে আলোচনায় অংশ নিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

শনিবার (৩১ মে) রাজধানীতে আয়োজিত কৃষকদলের এক আলোচনা সভায় এই তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ

তিনি বলেন, “আলোচনার আমন্ত্রণ আসলেও তা বাস্তব কোনো অগ্রগতিতে পৌঁছায়নি। সরকারিভাবে আনুষ্ঠানিকতা বজায় রাখা হলেও বাস্তবে কোনো ফল আসছে না।”

সালাহউদ্দিন দাবি করেন, বিএনপির নেতাকর্মীদের ‘বিদেশি শক্তির দালাল’ ও ‘দেশবিরোধী’ বলে প্রচার করা হচ্ছে। তিনি বলেন, “১৭ বছরের সংগ্রামের অবদানকে উপেক্ষা করে একটি গোষ্ঠী নেতাদের হেয় করতে উঠে-পড়ে লেগেছে।”

তিনি আরও যোগ করেন, “ফ্যাসিবাদী ষড়যন্ত্রের মাধ্যমে জাতিকে বিভক্ত করার চেষ্টা চলছে, যা খুবই দুঃখজনক।”

নির্বাচন নিয়ে নিজের অবস্থান তুলে ধরে সালাহউদ্দিন বলেন, “জনগণ ডিসেম্বরের মধ্যেই ভোট চায়। যদি ডিসেম্বরের পর নির্বাচন দেওয়ার যৌক্তিক কোনো কারণ থাকে, তাহলে তা জনসমক্ষে ব্যাখ্যা করা সরকারের দায়িত্ব।”

তিনি আলোচনার মাধ্যমে রাজনৈতিক সমস্যার সমাধানে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *