
আন্তর্জাতিক মানব পাচারকারী সন্দেহে এক চীনা নাগরিক ও তার এক সহযোগীকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে তাদের হাত থেকে তিন তরুণীকে উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে নেত্রকোণার কেন্দুয়া পৌরশহরের কমলপুর এলাকা থেকে স্থানীয়রা তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম জানান, গত ১ সেপ্টেম্বর চীনা নাগরিক লি উই হাও (৩০) স্থানীয় এক তরুণীকে বিয়ে করেন এবং আগামী ২০ সেপ্টেম্বর চীনে চলে যাওয়ার দিন ঠিক করেন। চীন যাওয়ার আগে লি উই হাও তার সহযোগী মো. ফরিদুল ইসলাম (৩২)-সহ আরও দুই তরুণীকে নিয়ে ওই তরুণীর বাড়িতে যান।
পরিবারের সদস্যদের সন্দেহ হলে তারা লি উই হাও-এর কাছে পাসপোর্ট ও ভিসা দেখতে চান। তিনি তা দেখাতে ব্যর্থ হলে স্থানীয়রা পাচারকারী চক্রের সদস্য সন্দেহে তাদের দুজনকে আটক করে পুলিশে খবর দেয়।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, আটকদের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জিজ্ঞাসাবাদ শেষে ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হবে।