
ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের খান্ডোয়া জেলায় দুর্গাপ্রতিমা বিসর্জনের সময় লেকের ওপর তৈরি একটি অস্থায়ী সেতু থেকে ট্রলি পড়ে যাওয়ায় মর্মান্তিক দুর্ঘটনায় কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে মধ্যপ্রদেশ পুলিশ।
খান্ডোয়া পুলিশ সুপার (এসপি) মনোজ রাইয় জানান, বিকাল ৫টার দিকে অস্থায়ী সেতুর ওপর পার্ক করা অবস্থায় একটি ট্রলি লেকের মধ্যে পড়ে যায়। নিহতদের মধ্যে ছয়জন নারী ও একজন শিশুসহ মোট ১৩ জন ছিলেন। দুর্ঘটনার সময় ট্রলিটিতে প্রায় ৩০ থেকে ৩২ জন আরোহী ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
দুর্ঘটনার পর ১০ থেকে ১৫ জন স্থানীয় বাসিন্দা লেকে ঝাঁপ দিয়ে উদ্ধারকাজে অংশ নেন। তবে ডুবে যাওয়া কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। এখনও নিখোঁজ রয়েছে আট বছর বয়সী একটি মেয়ে, যার সন্ধানে উদ্ধারকারী দল অভিযান চালিয়ে যাচ্ছে।
খান্ডোয়ার ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ সিদ্ধার্থ বহুগুণা জানান, আহত তিনজনকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে। স্থানীয় হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ও পি জুগতাওয়াট নিশ্চিত করেছেন, হাসপাতালে ১৩ জনের মৃতদেহ পৌঁছেছে।
আহতদের মধ্যে তিনজনকে পাঞ্জানা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং পরে তাদের খান্ডোয়া জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। উদ্ধারকাজ এখনও চলছে, এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দা ফকির চাঁদ কুশওয়াহা জানান, তারা ছয়টি মৃতদেহ টেনে বের করেছেন এবং তিনজনকে জীবিত উদ্ধার করেছেন। তিনি বলেন, “লেকটি প্রায় ৫০ ফুট গভীর, যার কারণে উদ্ধারকাজ অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে।”
এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। এক্স-এ দেওয়া পোস্টে তিনি নিহতদের পরিবারকে ৪ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।
দুর্গাপূজার উৎসবের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে খান্ডোয়ায়। স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল এখনো ঘটনাস্থলে তৎপর রয়েছে, এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।