
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, “গাজা সব সময় অপরাজেয়। গাজার জনগণ কোরআনের সঙ্গী ও কোরআনের যোদ্ধা। বিশ্বের সব মা-ই সন্তান জন্ম দেন, কিন্তু গাজার মায়েরা জন্ম দেন যোদ্ধা।”
তিনি এই মন্তব্য করেন রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় মণিপুর স্কুল অ্যান্ড কলেজ (শাখা-৩) মাঠে কাফরুল থানা পশ্চিম জামায়াত আয়োজিত বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে অনুষ্ঠিত ইফতার মাহফিলে।
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, “গাজাবাসী ভয়কে জয় করেই সেখানে বসবাস করছেন। তাঁদের জন্মভূমি ত্যাগ করতে নানা ভয়ভীতি দেখানো হলেও, তাঁরা আল্লাহর ফয়সালার অপেক্ষায় সেখানেই রয়ে গেছেন।”
তিনি আরও বলেন, “বিশ্বের সব মা-ই সন্তান জন্ম দেন, কিন্তু গাজার মায়েরা জন্ম দেন যোদ্ধা। তাই গাজার প্রতিরোধ যোদ্ধাদের কাছে একদিন জায়নবাদীরা পরাভূত হবে। এই নির্মমতা দেখে কেউ বসে থাকতে পারে না। যার যতটুকু সামর্থ্য আছে, তা নিয়েই মজলুম ভাইবোনদের পাশে দাঁড়াতে হবে।”
গাজায় চলমান হামলা ও গণহত্যা বন্ধ করতে এবং নির্যাতিত গাজাবাসীর পাশে দাঁড়াতে মুসলিম উম্মাহসহ বিশ্বের বিবেকবান মানুষদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান মন্তব্য করেছেন, “মানবরচিত মতবাদে দেশ পরিচালিত হওয়ায় সমাজে এত অস্থিরতা ও অশান্তি সৃষ্টি হয়েছে।” তিনি আরও বলেন, “যদি সমাজ ও রাষ্ট্রে কোরআনকে বিজয়ী করা যায়, তাহলে কোনো ধর্মের মানুষেরই সমস্যা থাকবে না। দেশের সব নাগরিক সমান অধিকার ভোগ করবে এবং কেউ কারও হক নষ্ট করার দুঃসাহস দেখাবে না।”
তিনি জানান, “সমাজে কোনো দুর্নীতি, দুঃশাসন, অপরাধ, খুন, ধর্ষণ বা রাহাজানি থাকবে না। রাষ্ট্রই নাগরিকের অধিকার নিশ্চিত করবে। জামায়াত সে স্বপ্নের সমাজ প্রতিষ্ঠার জন্য জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ।”
কাফরুল থানা পশ্চিম জামায়াতের আমির আবদুল মতিন খানের সভাপতিত্বে ও সেক্রেটারি আতিক হাসান রায়হানের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির আবদুর রহমান মূসা। এ ছাড়া উপস্থিত ছিলেন মহানগর উত্তরের সেক্রেটারি রেজাউল করিম, সহকারী সেক্রেটারি ফখরুদ্দিন মানিক, মহানগর উত্তরের নেতা শাহ আলম, আনোয়ারুল করিম, কাফরুল উত্তর থানার আমির রেজাউল করিমসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।