
মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে বিষাক্ত মদ্যপানের কারণে কমপক্ষে ১০ জন প্রবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর অসুস্থ আরও কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার কুয়েতের স্থানীয় সংবাদমাধ্যম ‘আরব টাইমস অনলাইন’-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
নিহত প্রবাসীরা কুয়েতের দক্ষিণাঞ্চলীয় আল-আহমাদি গভর্নরেটে কর্মরত ছিলেন। স্থানীয় নিরাপত্তা সূত্রের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এই প্রবাসীরা জলিব আল শুয়ুখ ব্লকের ৪ নম্বর এলাকা থেকে ভেজাল মদ কিনেছিলেন। তবে নিহত প্রবাসীরা কোন দেশের নাগরিক, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনার কারণ জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, আল-আহমাদি গভর্নরেটে যারা মারা গেছেন, তারা সবাই প্রবাসী শ্রমিক।
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বিষাক্ত মদ পান করে আরও কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন এবং তারা আল-আহমাদি গভর্নরেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। স্থানীয় সূত্র জানায়, গত রোববার রাতে অসুস্থ হয়ে পড়লে অন্তত ১৫ জনকে ফারওয়ানিয়া ও আদান হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ১০ জনের মৃত্যু হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।