
ভারতের আহমেদাবাদ থেকে লন্ডনের গেটউইকগামী একটি এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছেন একজন ব্রিটিশ নাগরিক। তাঁর নাম বিশ্বাস কুমার রমেশ, বয়স ৪০ বছর। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রথমদিকে বিভিন্ন সংবাদমাধ্যমে জানানো হয়, দুর্ঘটনায় উড়োজাহাজটির ২৪২ আরোহীর সবাই মারা গেছেন। তবে পরে হিন্দুস্তান টাইমস নিশ্চিত করে, একজন যাত্রী—বিশ্বাস কুমার—দুর্ঘটনা থেকে জীবিত উদ্ধার পেয়েছেন।
বিশ্বাস কুমার ও তার ভাই অজয় কুমার রমেশ (৪৫) উভয়েই ওই ফ্লাইটে যুক্তরাজ্যে ফিরছিলেন। বিমানে বিশ্বাসের আসন নম্বর ছিল ‘১১এ’। দুর্ঘটনার পর চোখে, বুকে ও পায়ে গুরুতর আঘাত পান তিনি।
ঘটনার বর্ণনায় বিশ্বাস কুমার বলেন,
“উড্ডয়নের ৩০ সেকেন্ডের মধ্যেই এক ভয়াবহ শব্দ হয়, আর সঙ্গে সঙ্গে সবকিছু ধ্বংস হয়ে যায়। যখন জ্ঞান ফিরে পেলাম, চারপাশে শুধু লাশ পড়ে ছিল। আমি দৌড়ে বেরিয়ে আসি, এরপর একজন আমাকে ধরে অ্যাম্বুলেন্সে তোলে।”
তিনি জানান, তার ভাই অজয় কুমার একই ফ্লাইটে ছিলেন, তবে এখনো তার খোঁজ মেলেনি। বিশ্বাস সবার কাছে অনুরোধ করেছেন ভাইকে খুঁজে পেতে সহায়তা করার জন্য।
বিশ্বাস কুমার বিগত ২০ বছর ধরে লন্ডনে বসবাস করছেন। তার স্ত্রী ও কন্যা যুক্তরাজ্যেই আছেন। দুর্ঘটনার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং দ্রুত তার ভাইয়ের খোঁজ পাওয়ার জন্য উদ্বিগ্ন।
এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটিতে ২৩০ যাত্রীর মধ্যে ছিলেন ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ ও ১ জন কানাডীয় নাগরিক। বিমানটি আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই কারিগরি সমস্যার কারণে বিধ্বস্ত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।