
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট সার্ভিস বিভাগের ডিজিএম-এর বিরুদ্ধে বিধিবহির্ভূতভাবে পদোন্নতি গ্রহণ এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) আজ একটি এনফোর্সমেন্ট অভিযান চালিয়েছে।
দুদকের প্রধান কার্যালয়, ঢাকা থেকে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সংশ্লিষ্ট দপ্তর থেকে ওই কর্মকর্তার ব্যক্তিগত নথি ও পদোন্নতি সংক্রান্ত রেকর্ডপত্র সংগ্রহ ও পর্যালোচনা করা হয়েছে।
নথিপত্রের প্রাথমিক যাচাইয়ে এনফোর্সমেন্ট টিমের কাছে অভিযোগের সত্যতা রয়েছে বলে প্রতীয়মান হয়েছে। সংগৃহীত রেকর্ডপত্র বিস্তারিত পর্যালোচনা করে দুদক টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবে।