
বাংলাদেশ বিমান বাহিনী সম্প্রতি ঘটে যাওয়া একাধিক মর্মান্তিক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি গভীর শ্রদ্ধা ও সহানুভূতি জানিয়েছে। বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের দিকনির্দেশনায়, একটি প্রতিনিধি দল ১ আগস্ট নিহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মাহিয়া তাসনিম মায়া (মেহেরপুর), অভিভাবক রজনি ইসলাম (কুষ্টিয়া), এবং ২ আগস্ট ফাতেমা আক্তার (বাগেরহাট) ও রাইসা মনি (ফরিদপুর)-এর কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করে তাদের প্রতি শ্রদ্ধা জানায়।
প্রতিনিধি দল নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে। একই দিনে, আরেকটি প্রতিনিধি দল ঢাকা জেলার দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী সাহিল ফারাবী আয়ানের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করে।
বিমান বাহিনী জানায়, এসব শোকসন্তপ্ত পরিবারের পাশে থেকে যেকোনো প্রয়োজনে সহায়তা প্রদান অব্যাহত থাকবে।