বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে মাহেরীন চৌধুরীর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি

বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে মাহেরীন চৌধুরীর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি

বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রয়াত শিক্ষিকা মাহেরীন চৌধুরীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এদিন নীলফামারীর জলঢাকা পৌরসভার বগুলাগাড়ী গ্রামে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিমান বাহিনীর প্রতিনিধি দল।

বিমান বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের সময় মরহুমার আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

উল্লেখ্য, শিক্ষিকা মাহেরীন চৌধুরী মানবিকতা, সাহসিকতা এবং দায়িত্ববোধের এক অনন্য উদাহরণ। নিজের জীবন উৎসর্গ করে যেভাবে তিনি কোমলমতি শিক্ষার্থীদের রক্ষা করেছেন, তা জাতির হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।

এই শ্রদ্ধাঞ্জলি ছিল বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি-এর পক্ষ থেকে এক গভীর কৃতজ্ঞতা ও সম্মানের বহিঃপ্রকাশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *