
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) অনলাইন ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) প্ল্যাটফর্মে নিবন্ধন অধিদপ্তরের পাঁচটি নতুন সেবা যুক্ত করা হয়েছে। এর ফলে বিনিয়োগকারীরা এখন থেকে বিডার এই প্ল্যাটফর্মে মোট ৪৭টি সংস্থার ১৪২টি সেবা পাবেন। রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের বিনিয়োগ ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সেবাগুলোর উদ্বোধন করা হয়।
নতুন সংযুক্ত হওয়া সেবাগুলো হলো:
- ভূমি ক্রয় দলিল
- ইজারা দলিল
- চুক্তিনামা নিবন্ধন দলিল
- বায়না দলিল
- আম-মোক্তারনামা দলিল ও নকল সরবরাহ
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তিনি বলেন, আগামী ১৬ ডিসেম্বরের পর থেকে নিবন্ধন অধিদপ্তরের এই সেবাগুলো আর ম্যানুয়ালি দেওয়া হবে না। তিনি আরও জানান, চলতি বছরের শেষ নাগাদ একটি একক প্ল্যাটফর্ম থেকে সব বিনিয়োগ প্রমোশন এজেন্সির (আইপিএ) সেবা প্রদান করা সম্ভব হবে।
অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. লিয়াকত আলী মোল্লা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।