বাংলাদেশ-ভুটান দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আলোচনা

বাংলাদেশে নিযুক্ত ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূত জনাবা দশো কর্মা হামু দরজি আজ সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা জনাব মোঃ তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে পররাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে তার নিয়োগের জন্য আন্তরিক অভিনন্দন জানান।

দ্বিপক্ষীয় আলোচনায় বাংলাদেশ ও ভুটানের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রসঙ্গ তুলে ধরা হয়। উভয় পক্ষ বিদ্যমান সহযোগিতা আরও জোরদারের বিষয়ে মতবিনিময় করেন। বিশেষ করে জলবিদ্যুৎ বাণিজ্যের ক্ষেত্রে পারস্পরিক সুযোগ ও সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া বাণিজ্য সম্পর্কিত নানা বিষয়ে আলোচনা হয় এবং ভবিষ্যতে বাণিজ্য সচিব পর্যায়ে বৈঠকের প্রয়োজনীয়তার কথা বলা হয়।

রাষ্ট্রদূত মিসেস দরজি বাংলাদেশ সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভুটানের ‘গেলেফু মাইন্ডফুলনেস সিটি’ প্রকল্প সম্পর্কে পররাষ্ট্র উপদেষ্টাকে অবহিত করেন।

পররাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রদূতকে বাংলাদেশে তার দায়িত্ব পালনকালে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *