
রাশিয়ার সুদূর পূর্বের কামচাটকা উপকূলে আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) ৭.৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটি পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি শহর থেকে প্রায় ১১২ কিলোমিটার পূর্বে ভূপৃষ্ঠের ৩৯.৫ কিলোমিটার গভীরে উৎপত্তি হয়েছে।
ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র রাশিয়ার উপকূলে এক মিটার পর্যন্ত বিপজ্জনক ঢেউ ওঠার পূর্বাভাস দিয়েছে। এছাড়া জাপান, হাওয়াই এবং প্রশান্ত মহাসাগরের অন্যান্য দ্বীপপুঞ্জে ৩০ সেন্টিমিটারেরও কম উচ্চতার ঢেউয়ের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।
এটি চলতি বছরের দ্বিতীয় বড় ভূমিকম্প। এর আগে জুলাই মাসে কামচাটকা উপদ্বীপে আরেকটি শক্তিশালী ভূমিকম্প হয়েছিল, যার ফলে ৪ মিটার উঁচু সুনামি দেখা যায়। ওই সময় সতর্কতা হিসেবে জাপান ও হাওয়াইয়ের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল। ঐতিহাসিকভাবে, ২০১১ সালে জাপানে আঘাত হানা ৯.১ মাত্রার ভূমিকম্প ও সুনামিতে ১৫ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল।