‘ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, ভারতকে গোবর খাওয়াইয়া দিব’ : হান্নান মাসউদ

'ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, ভারতকে গোবর খাওয়াইয়া দিব' : হান্নান মাসউদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ মন্তব্য করেছেন যে, ভারত বাংলাদেশের পার্বত্য অঞ্চল কেড়ে নিতে চায় এবং এ নিয়ে ষড়যন্ত্র চলছে। রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় হাতিয়ার চানন্দী ইউনিয়নের সাইফুল মার্কেট এলাকায় ভূমিহীনদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

হান্নান মাসউদ বলেন, “বাংলাদেশের পার্বত্য অঞ্চল নিয়ে ষড়যন্ত্র চলছে। ভারত আমাদের পার্বত্য অঞ্চল কেড়ে নিতে চায়। তারা শেষ ট্রাম কার্ড খেলছে। পার্বত্য অঞ্চল দিয়ে তারা অস্থিতিশীল করে তুলছে।”

তিনি অভিযোগ করেন, “তারা একটি ভুয়া ধর্ষণ ঘটনার মধ্য দিয়ে আমাদের বাঙালি এবং পাহাড়িদেরকে মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়েছে।”

এনসিপি নেতা আব্দুল হান্নান মাসউদ চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, “আমাদের বাংলাদেশের মানুষ তার এক ইঞ্চিও ভূখণ্ড কি ছাড়বে? ভারতকেও জবাব দেওয়া হবে। এবং বাংলাদেশ সরকারকে এ জবাব দিতে হবে দিতে হবে দিতে হবে।”

তিনি আরও হুঁশিয়ারি দেন, “যারা বাংলাদেশের মাটি কেড়ে নিতে চাইবে তাদেরকে আমরা মোকাবিলা করবো ইনশাআল্লাহ। আমরা একাত্তরে পাকিস্তানিদের মোকাবিলা করেছি, পঁচিশে কি ভারতীয়দের মোকাবিলা করতে পারবো না? পারবো। ভারতকে গোবর খাওয়াইয়া দিব ইনশাআল্লাহ। তাদের সুস্বাদু খাবার গোবর তাদের খাওয়ানো হবে। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, কাউকে কেড়ে নিতে দেব না।”

এ সময় সভায় জাতীয় নাগরিক পার্টির হাতিয়া উপজেলার সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী হেডমাস্টার শামছুল তিব্রিজ, যুগ্ম সমন্বয়কারী জাকির হোসেন সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *