ভারতীয় আধিপত্যবাদের সংকটে দেশ, জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জানিয়েছেন, দেশের বর্তমান সংকটের মূল কারণ ভারতীয় আধিপত্যবাদ—এমনটি মনে করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এই পরিস্থিতি থেকে উত্তরণে জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (২৫ মে) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সংবাদমাধ্যমকে এসব কথা জানান মাহমুদুর রহমান মান্না।

মান্না বলেন, “প্রধান উপদেষ্টা বৈঠকের শুরুতেই বলেন, আমরা এক বড় সংকটে রয়েছি। তিনি সরাসরি ভারতীয় আধিপত্যবাদের ষড়যন্ত্রের কথা উল্লেখ করেন এবং জানান, ভারত আমাদের এই পরিবর্তনকে মানতে চায় না, বরং একদিনেই ধ্বংস করে দিতে চায়।”

নির্বাচন প্রসঙ্গেও আলোচনায় এসেছে বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি। তার ভাষায়, “প্রধান উপদেষ্টা বলেছেন, কম সংস্কার হলে ডিসেম্বরে এবং বড় ধরনের সংস্কার হলে জুনে নির্বাচন হবে। তবে যেকোনো পরিস্থিতিতেই নির্বাচন জুনের পরে যাবে না।”

তিনি আরও জানান, সম্প্রতি উপদেষ্টা পরিষদের এক বৈঠকে হতাশ হয়ে প্রধান উপদেষ্টা পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন।

এর আগে গত শনিবার (২৪ মে) বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। সেই ধারাবাহিকতায় রোববার নাগরিক ঐক্যসহ আরও কয়েকটি রাজনৈতিক দল যমুনায় তার সঙ্গে মতবিনিময় করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *