
চলতি বছরের আগস্টে ভারতের জাতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরের কথা থাকলেও তা আর হচ্ছে না। সফরটি পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে নেওয়া হয়েছে বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিশ্চিত করেছে।
সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল যে ভারত নির্ধারিত সময়সূচিতে বাংলাদেশে খেলতে আসবে না। অবশেষে সেই আলোচনা এখন বাস্তব রূপ পেল।
সফর বাতিলের ফলে বাংলাদেশ ক্রিকেট দলের আগস্টের সময়সূচি এখন ফাঁকা হয়ে গেছে। এই সময়ে অন্য কোনো দেশের সঙ্গে সিরিজ আয়োজন করা যায় কি না, তা নিয়ে বিসিবির ক্রিকেট অপারেশন বিভাগ ভাবনা-চিন্তা করছে।
বিসিবির ক্রিকেট অপারেশন্স ইউনিটের ইনচার্জ শাহরিয়ার নাফীস বলেন, “ভারত না আসার বিষয়টি মাত্রই নিশ্চিত হয়েছে। এখনো কিছু চূড়ান্ত হয়নি। যদি অন্য কোনো দলের সঙ্গে সিরিজ আয়োজন সম্ভব হয়, তাহলে খেলা হবে। অন্যথায় প্রস্তুতি ক্যাম্প হবে।”
তবে এই সময়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের সম্ভাবনা রয়েছে কি না—এমন প্রশ্নে তিনি জানান, “সুযোগ থাকলে ত্রিদেশীয় সিরিজের আয়োজনও হতে পারে। সবকিছুই এখনো আলোচনার পর্যায়ে রয়েছে।”