ভারতে অ্যাপলের উৎপাদনে ট্রাম্পের আপত্তি, টিম কুককে দিয়েছেন পরামর্শ

ভারতে আইফোন উৎপাদনের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অ্যাপলের সিইও টিম কুককে পরামর্শ দিয়েছেন যেন কোম্পানিটি তাদের উৎপাদন ভারতে স্থানান্তর না করে বরং যুক্তরাষ্ট্রেই কার্যক্রম জোরদার করে।

বৃহস্পতিবার, ১৫ মে, হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানায়—ট্রাম্প মনে করেন, অ্যাপলের মতো প্রতিষ্ঠানের উচিত আমেরিকার মাটিতে আরও বেশি পণ্য উৎপাদন করা। গত বছর ভারতে অ্যাপল ২২ বিলিয়ন ডলারের আইফোন উৎপাদন করেছে, যা আগের বছরের তুলনায় ৬০ শতাংশ বেশি।

কাতারে ব্যবসায়িক নেতাদের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প বলেন, “আমি চাই না টিম কুক ভারতে উৎপাদন চালিয়ে যাক। অ্যাপল যেন আমেরিকাতেই উৎপাদন বাড়ায়।” একই সঙ্গে তিনি ভারতকে বিশ্বের অন্যতম কঠোর শুল্ক আরোপকারী দেশ হিসেবে আখ্যায়িত করেন।

তবে ট্রাম্প দাবি করেন, ভারত সরকার এখন শুল্ক ছাড়ের মাধ্যমে একটি চুক্তির প্রস্তাব দিয়েছে। তার ভাষায়, “ভারত আমাদের এমন একটি বাণিজ্য চুক্তির প্রস্তাব দিয়েছে যেখানে তারা কোনো শুল্ক আরোপ করবে না।”

এই মন্তব্যগুলো এমন এক সময়ে এসেছে, যখন ট্রাম্প দাবি করছেন তিনি বাণিজ্য কূটনীতির মাধ্যমে নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে সামরিক উত্তেজনা প্রশমনে ভূমিকা রেখেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *