ভারত-পাকিস্তান মুখোমুখি হলে পাকিস্তান হেরে যাবে: বাসিত আলির মন্তব্য

ভারত-পাকিস্তান মুখোমুখি হলে পাকিস্তান হেরে যাবে: বাসিত আলির মন্তব্য

পেহেলগাম যুদ্ধসহ পূর্বের দ্বন্দ্বের কারণে ভারতীয় ক্রিকেট দল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে রাজি হয়নি। দুইবার ম্যাচ বয়কট করেছিল ভারত। পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলি মনে করেন, আসন্ন এশিয়া কাপেও ভারত একই পদক্ষেপ নেওয়া উচিত।

সূচি অনুযায়ী, আগামী ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়ার কথা। সুপার ফোর এবং ফাইনালে দুই দল আরও দু’বার মুখোমুখি হতে পারে। সম্প্রতি পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ানডে সিরিজ হেরে ফর্মে নেই। এই অবস্থায়, বাসিত আলির মতে, ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামে, তা পাকিস্তানের জন্য লজ্জাজনক হবে।

‘দ্য গেমপ্ল্যান’ ইউটিউব চ্যানেলে তিনি বলেছেন, “আমি প্রার্থনা করছি যেন ভারত এশিয়া কাপে পাকিস্তানের সঙ্গে খেলতে না চায়, ঠিক যেভাবে ওরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসে করেছিল। খেললে পাকিস্তান খুব খারাপভাবে হেরে যাবে।”

বাসিত আরও উল্লেখ করেছেন, “আফগানিস্তানের কাছে আমরা হারলেও সমস্যা নেই, কিন্তু ভারতের কাছে হেরে চলবে না। ভারতের কাছে হারলে সবাই হতবাক হয়ে যাবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *