
বিজিবির রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) মরিচ্যা যৌথ চেকপোস্টের টহলদল দুটি পৃথক অভিযান চালিয়ে ৪৪,৭০০ পিস ইয়াবাসহ একজন মাদক পাচারকারীকে আটক করেছে। অভিযানের সময় চেকপোস্ট ও গোয়ালিয়া এলাকায় কার্যক্রম পরিচালিত হয়।
অন্যদিকে, চট্টগ্রামের ব্রিজ ঘাট এলাকায় কোস্ট গার্ড অভিযান চালিয়ে প্রায় ৪ লক্ষ টাকা মূল্যের ৩১৭০ লিটার অবৈধ অকটেনসহ এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে। উভয় বাহিনী মাদক ও অবৈধ তেল পাচার রোধে কঠোর অবস্থানে রয়েছে এবং নিয়মিত অভিযান অব্যাহত রাখছে।