
ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বৃহস্পতিবার (২১ আগস্ট) বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির এক সদস্যকে আটক করেছে বলে জানিয়েছে। অভিযোগ অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়ার মাদলা এলাকায় দায়িত্বে থাকা বিজিবির ৬০তম ব্যাটালিয়নের সদস্য মোহাম্মদ মিরাজ ইসলাম সীমান্ত অতিক্রম করে ভারতের সেপাহিজলা জেলার কামঠানা গ্রামে প্রবেশ করেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ওই বিজিবি সদস্য অস্ত্রসজ্জিত অবস্থায় সীমান্ত পার হয়ে ত্রিপুরার একটি চা-বাগানে প্রবেশ করলে বিএসএফ সদস্যরা তাকে আটক করে। এসময় তার সঙ্গে থাকা আরেকজন বিজিবি সদস্য বাংলাদেশে ফিরে আসতে সক্ষম হন।
ঘটনার পর মিরাজ ইসলামকে কামঠানা বিএসএফ ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিএসএফের এক কর্মকর্তা জানিয়েছেন, “তিনি অস্ত্রসজ্জিত ছিলেন। কেন তিনি ভারতের ভেতরে প্রবেশ করেছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।”
এদিকে এ ঘটনায় বিজিবি ও বিএসএফের স্থানীয় কমান্ডেন্টদের মধ্যে ফোনালাপ হয়েছে। শুক্রবার পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধানের সম্ভাবনা রয়েছে।