
মোঃ সামছুল হক শামীম বিএনপির বর্তমান অবস্থা এবং ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশ করেছেন। তিনি দলের সাম্প্রতিক ব্যর্থতার কারণগুলো স্পষ্টভাবে তুলে ধরেছেন এবং কিছু বাস্তবসম্মত পরামর্শ দিয়েছেন। তার মূল বক্তব্যগুলো হলো:
আমাদের আত্মসমালোচনা ও আত্মোপলব্ধির প্রয়োজন আছে। ৫ তারিখের পর আমরা আমাদের কাঙ্ক্ষিত রাজনীতি করতে পারিনি। সকল কমিটিতে নিজেদের বলয়ের লোক দিয়ে নিজেকে শক্তিশালী করেছি দল কে নয়।আর আমরা ত্যাগিদের বাদ দিয়ে নব্য বিএনপি এবং হাইব্রিডদের বেশি প্রাধান্য দিয়েছি বেশি যার ফলাফল আজ ডাকসু নির্বাচনের মাধ্যমে প্রকাশ পেল। আমরা দলের জন্য নয় নিজেদের শক্তির জানান দেয়ার জন্য গ্রুপিং নিয়ে ব্যস্ত।
দলের ভালো’র জন্য –
- দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করুন।
- সারা জীবন কেউ কর্মী হিসেবে রাজনীতি করতে চায় না, আশা থাকে সেও একদিন নেতা হবে,নামের শেষে পদবী ব্যবহার করবে তাই সকল প্রকার আহবায়ক কমিটি ভেঙে দিয়ে রাজপথের কর্মীবান্ধব নেতাকর্মীদের দিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করুন। সবাইকে তো পদ দিতে পারবেন না তাই পদ বিহীন কর্মীদেরকে যথাযথভাবে সম্মান করুন।
- প্রতিটি আসনে সাধারণ ভোটারের মাঝে গ্রহণযোগ্য ব্যক্তিকে এখন থেকেই নির্বাচন কেন্দ্রিক প্রচারণা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত করুন।
- এলাকায় যাদের মানুষ ঘেন্না করে সেসকল সন্ত্রাসী চাঁদাবাজদের কে প্রচার প্রচারণা কাজ থেকে বিরত রাখুন।
- দলের উন্নয়নমূলক প্রচারণার জন্য মিডিয়া সেল গঠন করুন।
- প্রতিটি পোস্টেড নেতাই যাতে ফেসবুকে এ্যকটিভ থাকে সেই ব্যবস্থা করুন যাতেকরে দলের প্রচারণা চালাতে পারে এবং অপপ্রচারের জবাব দিতে পারে কারণ এবারের নির্বাচন হবে সম্পন্ন পোস্টার বিহীন।
- প্রয়োজনে ছাত্রদলকে বিশেষভাবে প্রশিক্ষণ দিয়ে অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবে গঠন করুন।
- জনগণের ভোট পেতে হলে জনকল্যাণ মুখি কাজ করুন এবং নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি বন্ধ করুন।
মোঃসামছুল হক শামীম
যুগ্ম আহবায়ক
৭ নং মোহাম্মদপুর ইউনিয়ন যুবদল।
আহবায়ক
জিয়া সাইবার ফোর্স
জেড সিএফ, সেনবাগ উপজেলা ।