
বাংলাদেশে নিযুক্ত বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূতের সঙ্গে এক বৈঠকে ঢাকায় পূর্ণাঙ্গ দূতাবাস স্থাপনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। গতকাল রাজধানীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে তিনি বেলারুশের কনস্যুলার সেবা সহজ করতে এ প্রস্তাব দেন।
উপদেষ্টা বলেন, ১৯৯২ সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর বাংলাদেশ ও বেলারুশের মধ্যে শিক্ষা, কৃষি, প্রতিরক্ষা, প্রযুক্তি ও বাণিজ্যসহ নানা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি পেয়েছে। তবে বর্তমানে ঢাকায় কেবল একটি অনারারি কনস্যুলেট থাকায় ভিসা ও অন্যান্য কনস্যুলার কার্যক্রমে ভোগান্তি দেখা দেয়। এসব দুর্ভোগ এড়াতে একটি পূর্ণাঙ্গ দূতাবাস স্থাপন সময়ের দাবি।
রাষ্ট্রদূত মিখাইল কাস্কো জানান, ঢাকায় দূতাবাস স্থাপনের জন্য দুই দেশের যৌথ উদ্যোগ প্রয়োজন। তিনি আরও বলেন, বাংলাদেশ এক সময় বেলারুশ থেকে সর্বাধিক এমওপি (মিউরেট অব পটাশ) সার আমদানি করত। তবে ২০২১ সালে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা জারির পর বাংলাদেশ পেমেন্টে সমস্যায় পড়ে, ফলে আমদানি বন্ধ রয়েছে।
এই প্রসঙ্গে উপদেষ্টা আশ্বাস দেন, বকেয়া অর্থ যথাযথ প্রক্রিয়ায় পরিশোধ করা হবে এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বৈঠকে রাষ্ট্রদূত বেলারুশের এক নাগরিককে দেশে ফেরত নেওয়ার অনুরোধ করেন। উপদেষ্টা জানান, ওই ব্যক্তি একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং মামলা উচ্চ আদালতে বিচারাধীন। তাছাড়া দু’দেশের মধ্যে বন্দি বিনিময়ের জন্য কোনো চুক্তিও নেই। তবে বাংলাদেশের পক্ষ থেকে সম্ভাব্য সহযোগিতা করা হবে।
বৈঠকে আইনশৃঙ্খলা, অবৈধ অভিবাসন, মানবপাচার প্রতিরোধ এবং দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকায় বেলারুশের অনারারি কনসাল অনিরুদ্ধ কে. রায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার মো. মাহাবুবুর রহমান এবং যুগ্মসচিব মো. জসীম উদ্দিন খান।