বিসিবি নির্বাচন নিয়ে বিরাট কোহলির কাছে অভিযোগ গেছে: আসিফ মাহমুদ

বিসিবি নির্বাচন নিয়ে বিরাট কোহলির কাছে অভিযোগ গেছে: আসিফ মাহমুদ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন ঘিরে বিতর্ক আরও ঘনীভূত হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ বিএনপিপন্থি ক্রীড়া সংগঠকরা। এরই মধ্যে অনেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

বুধবার যমুনা টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের ব্যাখ্যা দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। তিনি দাবি করেন, বিসিবির নির্বাচন সংক্রান্ত ঘটনা ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির কাছেও পৌঁছেছে। তার ভাষায়, “কেউ একজন ফোন করে বিরাট কোহলিকে অভিযোগ দিয়েছে। বিরাট কোহলি সেটা গৌতম গম্ভীরসহ অন্যদের সঙ্গে শেয়ার করেছেন।”

তিনি আরও বলেন, “ফিক্সিংটা তামিম ভাইয়েরা করার চেষ্টা করেছেন, করে ব্যর্থ হয়েছেন। সভাপতি, সেক্রেটারিদের ওনাদের পক্ষ থেকে কল দিয়ে কাউন্সিলর দিতে বলা হয়েছে। ডিসিদের ধমক দেওয়া হয়েছে, অনেক কিছু করা হয়েছে। সেগুলো নাই বলি। ফিক্সিংটা করতে ওনারা ব্যর্থ হয়েছেন।”

দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে এমন অভিযোগ নিয়ে তিনি বলেন, “এমন কোথাও অভিযোগ দেওয়া উচিত না, যেটা আমার দেশের জন্য লজ্জাজনক।”

কেউ কেউ অভিযোগ তুলেছেন, আসিফ মাহমুদ সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের মতো আচরণ করছেন। এর জবাবে তিনি বলেন, “পাপন ভাইয়ের সময় কাউন্সিলর হিসেবে আসতেন আওয়ামী লীগের সভাপতি, সদস্য বা নেতার সন্তানরা—যাদের ক্রীড়া সংস্থার সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। তাহলে পাপন ভাইয়ের ছকে আমাকে কীভাবে তুলনা করছেন?”

তিনি আরও জানান, “আমরা ক্রীড়া সংগঠকদের নিয়ে আসছি। রাজ্জাক রাজ ভাই আমার ব্যক্তিগত কেউ নন। ওনার সঙ্গে আমার দেখা হয়েছে এক বছর আগে, যখন তিনি বোর্ডে কাজ করতেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *