ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক ও আকাশসীমা বন্ধ করল তুরস্ক

ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক ও আকাশসীমা বন্ধ করল তুরস্ক

গাজায় ইসরায়েলের চলমান হামলার প্রতিবাদে তুরস্ক ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য সম্পূর্ণরূপে বন্ধ ঘোষণা করেছে। একইসঙ্গে ইসরায়েলি জাহাজ ও বিমানের জন্য তুর্কি বন্দর এবং আকাশসীমায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান দেশটির সংসদে দেওয়া এক বিশেষ বক্তৃতায় বলেন, ইসরায়েল গাজায় দুই বছর ধরে গণহত্যা চালিয়ে যাচ্ছে। এর প্রতিবাদেই আঙ্কারা এই কঠোর পদক্ষেপ নিয়েছে। তিনি আরও জানান, এই নিষেধাজ্ঞার ফলে আকাশ ও সমুদ্রপথে ইসরায়েলের সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এর আগে, গত বছর মে মাসে আঙ্কারা ইসরায়েলের সঙ্গে সরাসরি বাণিজ্য বন্ধের ঘোষণা দিয়েছিল। ২০২৩ সালে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ৭০০ কোটি ডলার।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হিটলারের সঙ্গে তুলনা করে ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা বলে আখ্যা দিয়েছিলেন।

বিশ্লেষকরা মনে করছেন, তুরস্ক শুধু গাজার মানবিক সংকটের জন্যই নয়, বরং ইসরায়েলকে নিজেদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবেও দেখছে। বিশেষ করে সিরিয়ায় ইসরায়েলের হামলাকে তুরস্ক তাদের পুনর্গঠন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার একটি ইচ্ছাকৃত প্রচেষ্টা হিসেবে মনে করে। তুরস্কের ধারণা, ইসরায়েলকে প্রতিহত করা না গেলে ভবিষ্যতে দুই দেশের মধ্যে সরাসরি সামরিক সংঘাতও হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *