মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গ্র্যাজুয়েট প্লাস ভিসার সম্ভাবনা

মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গ্র্যাজুয়েট প্লাস ভিসার সম্ভাবনা

মালয়েশিয়াতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ‘গ্র্যাজুয়েট প্লাস ভিসা’ চালু হতে পারে। এই ভিসা চালু হলে বাংলাদেশি শিক্ষার্থীরা মালয়েশিয়ার শ্রমবাজারে উচ্চ-দক্ষ চাকরি পাওয়ার সুযোগ পাবেন। বুধবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও মালয়েশিয়ার উচ্চশিক্ষা মন্ত্রী জাম্ব্রি আব্দুল কাদিরের বৈঠকে এই বিষয়ে নীতিগত সম্মতি পাওয়া গেছে।

বাংলাদেশের আইন, বিচার ও বিদেশী নিয়োগ উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, “মন্ত্রীর সঙ্গে আমাদের উৎপাদনশীল আলোচনা হয়েছে। তিনি নীতিগতভাবে মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গ্র্যাজুয়েট প্লাস ভিসা দিতে সম্মত হয়েছেন।” তবে, এই নীতি কার্যকর হওয়ার আগে উভয় পক্ষকে কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।

বর্তমানে মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রায় ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন। অন্যান্য দেশের শিক্ষার্থীরা এই সুযোগ পেলেও, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এমন সুবিধা এখন পর্যন্ত চালু ছিল না।

শিক্ষা সহযোগিতা ও অন্যান্য আলোচনা

এর আগে বুধবার মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ফাদলিনা বিন্তি সিদেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে একটি বৈঠক করেন। এই বৈঠকে মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তি বাড়ানোসহ শিক্ষা সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হয়।

অধ্যাপক ইউনূস ছাত্র ও শিক্ষক বিনিময় কর্মসূচি বাড়ানোর ওপর জোর দেন। একইসঙ্গে, মালয়েশিয়ার কর্তৃপক্ষকে বাংলাদেশি ডিগ্রির আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার বিষয়েও অনুরোধ করা হয়।

মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী অধ্যাপক ইউনূসের “তিন শূন্য” ক্যাম্পেইনের প্রতি আগ্রহ প্রকাশ করেন, যার লক্ষ্য হলো বিশ্ব থেকে দারিদ্র্য, বেকারত্ব এবং কার্বন নিঃসরণ দূর করা। অধ্যাপক ইউনূস এক পর্যায়ে বলেন, “যতক্ষণ না আপনি দারিদ্র্যহীন একটি বিশ্বের কল্পনা না করছেন, এটা ঘটবে না।”

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস মালয়েশিয়ার শিক্ষামন্ত্রীকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছেন। এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনসহ বাংলাদেশের উচ্চপদস্থ কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *